আমাদের মেহেরপুর ডট কমঃ ঃ গতকাল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের আবুল বাশারের স্ত্রী শাহান্নারা খাতুন (৩৫) অভিনব কৌশলে প্রতারিত হলেন মেহেরপুর ব্রাক অফিসের সামনে। জানা যায়, শাহান্নারা খাতুন মেহেরপুর সদর হাসপাতাল থেকে রুগী দেখে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ভ্যানে উঠেন । এসময় ব্রাক অফিসের সামনে যাত্রী বেশে দু জন প্রতারক ভ্যানে উঠে। তারা শাহান্নারা খাতুনকে কাগজে মোড়ানো দই ভরি ওজনের স্বর্ণের দুল দেখিয়ে বলে এই দুল জোড়া রেখে শাহান্নারা খাতুনের কানে থাকা দুল দুটি খুলে দিতে বলেন । দুলের ওজন বেশি এমন লোভ দেখিয়ে দুল দুটি বদল করতে বলেন। এতে শাহান্নারা খাতুন লোভে পড়ে নিজের কানের দুল খুলে দেয়। বাড়ি ফিরে শাহান্নারা খাতুন দুল দুটি পরীক্ষা করলে স্বর্ণকার এটি তামার দুল বলেন। শাহান্নারা খাতুনের স্বর্ণের দুল দুটির আনুমানিক মূল্য বিশ হাজার টাকা