আমাদের মেহেরপুর ডট কম ঃ মেহেরপুরে গাংনী উপজেলার করমদী গ্রামে টিউবওয়েলের পানি নেয়া কেন্দ্র করে মজিরন নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহতের ছেলে ইয়ারুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকালে পাশের বাড়ির টিউবওয়েলের পানি নেয়া কে কেন্দ্র করে প্রতিবেশি এলাহী বক্্েরর সাথে তার মা মজিরন নেছার কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে।চিকিৎসার জন্য দ্রত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি পর তার অবস্থা অবনতি হলে রেফার করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১ টারদিকে তিনি মারা যায়।নিহত গৃহবধু করমদী কুমারপাড়ার দিন মজুর হক আলীর স্ত্রী। এদিকে বাড়িতে লাশ পৌছানোর আগেই সোমবার দুপুর সকাল ১২ টার দিকে করমদী কুমারপাড়ায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করে তেতুলবাড়িয়া ইউপি মেম্বর আব্দুল ওহাব । সালিশ বৈঠকে নিহতের পরিবারকে মাত্র ৪ শতক জমি দিয়ে মামলা না করার জন্য আপোস নামা করা হয়। এব্যাপারে ইউপি মেম্বর আব্দুল ওহাব জানান, নিহতের পরিবার অত্যন্ত গরীব মানুষ। মামলা না করে ৪ শতক জমি পেলে তাদের ভাল হবে। এব্যপারে গাংনী থানার ওসি আলমগীর হোসেন বলেন,হত্যার বিষটি আমি শুনেছি লাশ আসার পর ব্যাবস্থা নেয়া হবে।