দ্বিতীয় মেয়াদেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ওবামা। সর্বশেষ ফলাফলে ওবামা পেয়েছেন ৩০৩টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি পেয়েছেন ২০৩টি ইলেক্টোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন। সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে বেশ সহজেই জয়লাভ করলেন ওবামা।