আবারও আগামীকাল জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল

আবারও আগামীকাল জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল

 আমাদের মেহেরপুর ডট কম ডেস্কঃ34396_hortal

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত দলটির নেতা আবদুল কাদের মোল্লার মামলার রায়ও দেয়া হবে মঙ্গলবারএর আগে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবারও সারা দেশে হরতাল করে দলটি। তবে আজ রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। এই সমাবেশ করতে পুলিশের অনুমতি ছিল।বিকালে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংবাদপত্রের গাড়ী, সাংবাদিক, এ্যাম্বুলেন্স, জরুরী ঔষধ সরবরাহের কাজে নিয়োজিত গাড়ী এই হরতালের আওতামুক্ত থাকবে।দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, আমরা বারবার বলে আসছি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে জামায়াত নেতৃবৃন্দকে শাস্তি প্রদানের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে। দেশী-বিদেশী আইনবিদ, মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায় বিচারের চলমান প্রক্রিয়াকে প্রত্যাখান করেছে। তারা বারবার বলেছে এটি একটি ভ্রান্ত প্রক্রিয়া। দি হিউম্যান রাইটস্ ওয়াচ, এমনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ সকলেই এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। বিশ্ব জনমতকে উপেক্ষা করে সরকার রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য এই বিচার কার্য পরিচালনা করছে।

বাংলাদেশ