মেহেরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্দ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে নারীদের নিয়ে উন্মুক্ত অন্তরঙ্গ সংলাপ “আপনারা কেমন আছেন” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টার সময় মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন পরিষদের হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ একে এম শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা । এছাড়া আমঝুপি ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্যা ও সদস্য সহ বিভিন্ন সংগঠন ও এনজিও মহিলা সদস্যরা সংলাপ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।