শুক্রবার জাতীয প্রেসক্লাবে এক আলোচনা সভায় বি এন পির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইন মনত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেন – বিরোধী দল বিএন পি আন্দোলনের
অংশ হিসাবে সংসদে ফেরার কথা ভাবছে । বে-সরকারী টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত এ সংক্রান্ত এক অনুষ্ঠানে বি এনপি এ নেতা বলেন -২৮ নভেম্বর মহা সমাবেশে দলের আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে । যতদিন পর্যন্ত এ সরকার সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বচন দেবে না ততদিন আন্দেলন চলবে ।