আগামী ৮ ডিসেম্বর দেশের ১৫ জন বিশিষ্ট  নাগরিকের ডাকে  সাম্প্রদায়িকতা বিরোধী সম্মেলন হবে।

আগামী ৮ ডিসেম্বর দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিকের ডাকে সাম্প্রদায়িকতা বিরোধী সম্মেলন হবে।

আমাদের মেহেরপুর ডট কমঃ

আগামী ৮ ডিসেম্বর ঢাকা মহানগর নাট্যমঞ্চে দিনব্যাপী  সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় সম্মেলনের ডাক দিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক।রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

সম্মেলনের উদ্যোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, মৌলিক পদক্ষেপগুলো নাগরিক উদ্যোগেই নেওয়া হয়েছে। দেশের মানুষের ভাবনা জাগ্রত করাই অনুষ্ঠেয় সম্মেলনের উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, কেবল মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রেখেই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।

রাজনীতি