আগামী ৩রা আগষ্ট  এইসএসসি ,পরীক্ষার ফলাফল  প্রকাশ

আগামী ৩রা আগষ্ট এইসএসসি ,পরীক্ষার ফলাফল প্রকাশ

64669_reআগামী ৩ আগষ্ট সারা দেশে অনুষ্ঠিত ২০১৩ সালের এইসএসসি , সমমানের  ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল পরীক্ষার ফলাফল  প্রকাশ হবে ।  শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ এ তথ্য জানান।  এ বছর ১০ লাখ ১২ হাজার ৫৮১ পরীক্ষার্থী অংশ নেন। গত ১লা এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ৩রা জুন।

বাংলাদেশ