জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রততিবাদ ও হরতালের সমর্থনে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ সকাল সাড়ে ১১ টার সময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ বিএনপির নেতা-কর্মীরা মিছিলে অংশ নেয়।
এর আগে পৌর টাউন হল প্রাঙ্গণের প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, বারবার জ্বালানী তেলের মুল্যবৃদ্ধি সহ বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে মানুষ আজ দিশেহারা। তাই জনদুর্ভোগ কমাতে এ সরকারকে বিদায় করা আজ অনিবার্য হয়ে পড়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাসার, শেখ সাঈদ আহমেদ প্রমুখ।
মেহেরপুর সংবাদ