আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা ্ এ উপলক্ষে মেহেরপুরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । জেলার তিন উপজেলায় এস এস সি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩ শত ৮৮ জন ও মোট ১০ টি কেন্দ্রে এ সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে । ১০ টি কেন্দ্রের মধ্যে ৫ টিতে এসএসসি ,৩ টিতে ভোকেশনাল ও ২ টিতে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে মেহেরপুর সদর উপজেলায় মেহেরপুর সরকারী বালক ও বালিকা বিদ্যালয় ,গাংনী উপজেলায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ, মুজিবনগর উপজেলায় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রগুলিতে এসএসসি এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিল,গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয ও মুজিবনগর দাখিল মাদ্রাসা কেন্দ্রগুলিতে ভোকেশনাল , মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা ও গাংনী দাখিল মাদ্রাসাতে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে । এবারে মেহেরপুর সদর উজেলায় ১ হাজার ৬ শত ৩৩জন পরীক্ষার্থীদের মধ্যে ৯৩৬ জন ছাত্র,৬ শত ৯৭ জন ছাত্রী ।গাংনী উপজেলায় ১ হাজার ৯ শত ৬৬জন পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ২ শত ৩৭ জন ছাত্র ,৭ শত ২৯ জন ছাত্রী । মুজিবনগর উপজেলায় ৭ মত ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে । জেলা প্রশাসকের প্ক্ষ থেকে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।