আখেরি মোনাজাত উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক

আখেরি মোনাজাত উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক

১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে।

গতকাল শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।এ উপলক্ষে কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

গাজিপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.আনোয়ার হোসেন জানিয়েছেন,

মোনাজাত উপলক্ষে আগামীকাল রবিবার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা,ঢাকা-সিলেট সড়কের গাজিপুরের মিরেরবাজার থেকে টঙ্গি এবং আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাস সড়কে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।আখেরি মোনাজাতে অংশগ্রহন শেষে নির্বিঘ্নে মুসল্লিরা যাতে ঘরে ফিরতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।মোনাজাত শেষে ইজতেমার মাঠ থেকে মুসল্লিরা বের হয়ে গেলে পুনরায় যান চলাচল শুরু হবে।

এদিকে মোনাজাত উপলক্ষে ১৬ টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।সব আন্তনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ইজতেমা মাঠের চাপ কমাতে এবং নিরাপত্তার খাতিরে ২০১১ সাল থেকে দুই ধাপে ইজতেমার আয়োজন শুরু হয়েছে।সেই মোতাবেক আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বাংলাদেশ