কুষ্টিয়ার মিরপুরে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা । কুষ্টিয়ার মিরপুরে মৃত আমজাদ গাজীর ছেলে মামুন গাজী (৩৫) নামে স্থানীয় এক যুবককে উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়।গতরাত ২টার দিকে মামুন গাজী জানালা দরজা বিহীন নিজ ঘরে ঘুমাচ্ছিল ।এ সময় শুইয়ে থাকা অবস্থায় দূবৃর্ত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।খবর পেয়ে মিরপুর থানা পুলিশ সকালে নিহত মামুন গাজীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিস বিন হাসান জানান,গতরাত ২টার দিকে মামুন গাজী শুইয়ে থাকা অবস্থায় দূবৃর্ত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।জিহাদ আলী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করেছে । পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জমি সংক্রান্ত পূর্ব বিরোধে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।