অর্থ পাচার মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকুসুর খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি।
রবিবার বিকাল সাড়ে ৪ টারদিকে গাংনী উপজেলার ছাতিয়ান বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। মিছিলে অন্যন্যর মধ্যে বিএনপি নেতা ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক, বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম,আব্দুল আলিম,নাজমুল হক,তানভীর বাবু সহ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন এমপি বলেছেন, অর্থ পাচার মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকুসুর খালাস পাওয়ায় প্রমানিত হয়েছে বিএনপি কিংবা তারেক রহমান কোন অনিয়ম দূর্নীতির সাথে জড়িত নয়। সাবেক সফল রাষ্টপতি শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বিএনপি’র সুনাম নষ্ট করার জন্য অর্থ পাচারের মিথ্যা মামলা দেয়া হয়েছিল। তারেক রহমান কে সরকার ভয় পায় বলে একেরপর এক মিথ্যা মামলা দিচ্ছে। সে দিন খুব বেশি দুরে নয় তারন্য’র অহংকার তারেক রহমান সুস্থ্য হয়ে বাংলাদেশে ফিরবে। অপরদিকে প্রেস বিজ্ঞপ্তিতে গাংনী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বলেছেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার মিথ্য মামলা দিয়েছে। শুধু অর্থ পাচারের মামলায় নয় সরকারের দেয়া সব মিথ্যা মামলায় তারেক রহমান বেকুসুর খালাস পাবেন। তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একারনে একেরপর এক মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে জনগন কে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সকল কে সজাগ থাকার আহবান জানান।