অবশেষে জামিন পেলেন পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর বিম্বাস । আজ রোববার তার জামিনামের জন্য সাবেক পিপি অ্যাডভকেট মারুফ আহম্মেদ বিজন আসামী পক্ষের হয়ে চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রটের বিজ্ঞ আদালতে আবেদন করলে সিনিয়র ম্যাজিস্ট্রট হৈমন্ত বিশ্বাস এ জামিনাদেশ দেন । বিজ্ঞ আদালত তাকে ¯্থায়ী জামিন দেন ।