অপরাধবোধ ও ভালো নেতৃত্বের মধ্যে ভালো নেতা হিসেবে কোন ধরনের  গুণ  সহায়তা করে?

অপরাধবোধ ও ভালো নেতৃত্বের মধ্যে ভালো নেতা হিসেবে কোন ধরনের গুণ সহায়তা করে?

আমাদের মেহেরপুর ডট কমঃ

নেতৃত্ব আদর্শের কথা স্মরন করায় কিন্তু বর্তমান বিশ্বে অপরাধবোধ বোধ মানুষেরা ভাল নেতৃতোবর দিকে ঝুকে যাচ্ছে এমনকি জনপ্রিয়তা পাচ্ছে তারা । গুনী মানুষের আদর্শকে ধরে রাখতেই দিনের পর দিন মানুষ সই আদর্শকে বেছে নিয়ে লালন করে।  ভালো নেতায় পরিণত হতে কর্তৃত্ববাদ, আত্মবিশ্বাস, বুদ্ধি, নাকি অপরাধবোধ কাজ করেছে ? রনেগি মেলন বিশ্ববিদ্যালয়ের টায়া কোহেনের গবেষণায়ও অপরাধবোধ ও ভালো নেতৃত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়ে তা নির্ধরন করবে সচেতন নাগরিক । কিন্তু একজন ব্যক্তিকে ভালো নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে কোন ধরনের গুণ  সহায়তা করেছে।

সাম্প্রতিক এক জরিপের ফলাফলে দেখা গেছে, যাঁরা অপরাধবোধে ভোগেন, তাঁরাই ভালো নেতা হতে পারেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের স্নাতকের শিক্ষার্থী রেবেকা স্কুয়ামবার্গ ও তাঁর সহযোগীরা এ বিষয়ে একটি জরিপ চালান।ব্যবস্থাপনা পর্যায়ের লোকদেরও এ জরিপে অন্তর্ভুক্ত করে দেখা গেছে, যাঁদের মধ্যে অপরাধবোধের প্রবণতা বেশি, তাঁরাই নেতা হিসেবে কাজের।

অতীতের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ইতিবাচক অপরাধবোধ কার্যকর নেতৃত্বের ক্ষেত্রে ভূমিকা রাখে। কারণ, অপরাধবোধে ভোগা মানুষ তাঁদের অতীতের ভুল সম্পর্কে সচেতন থাকেন।  সাম্প্রতিক জরিপে অংশগ্রহণকারীদের উত্তর মূল্যায়ন করে দেখা গেছে, অপরাধবোধ তাঁদের ভালো নেতা হতে সহায়তা করেছে।

অন্যান্য